advertisement

Thursday, July 14, 2016

আঙ্গুর খাওয়ার সঙ্গে এইডস-এর সম্পর্ক রয়েছে, দাবি গবেষকদের !

আঙ্গুর খাওয়ার সঙ্গে এইডস-এর সম্পর্ক রয়েছে, দাবি গবেষকদের !

 বড়সড় সাফল্য এল মারণ রোগ এইডস-এর চিকিত্সায়। সাফল্যের দাবিদার অস্ট্রিয়ার দুই বিশেষজ্ঞ।

বিশেষজ্ঞদের দাবি, মারণরোগ এইডম-এর ভাইরাসকে (HIV) এভাবেই গোড়া থেকে নির্মূল করা সম্ভব। ভিয়েনা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গবেষক টমাস জেকার্স ও ফার্মাসিস্ট ওয়াল্টার জেগার গত ১৫ বছর ধরে
গবেষণা চালাচ্ছিলেন AIDS-এর ওষুধ নিয়ে। অবশেষ সেই গবেষণায় তাদের সাফল্য মিলেছে বলে দাবি। খুব শিগগিরই সেই গবেষণাপত্র জনসমক্ষে নিয়ে আসা হবে বলে তারা জানিয়েছেন।
জানা যাচ্ছে, AIDS নিরাময়ে গবেষণা চালানো হয়েছে রেসভারেট্রল নামক একটি উপাদানের উপর। যেটা সাধারণভাবে পাওয়া যায় আঙুরে। ফাংগি ও ব্যাকটেরিয়ার সঙ্গে এর লড়াই করার ক্ষমতা অসাধারণ।-জিনিউজ

0 comments:

Post a Comment